www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা

টুকরো কথা
====================@@@

(১) শিক্ষা
বিদ্যালয়ে শিক্ষক যেমন
শিক্ষার্থীদের শিক্ষা দেন
ঠিক তেমনি
সময়ও দেয় শিক্ষা প্রতিনিয়ত,
পার্থক্য শুধু এইটুকু -
শিক্ষকের দেয়া শিক্ষা
নিভু নিভু হয় অবশেষে
আর সময়ের দেয়া কিছু শিক্ষা
আমৃত্যু অনির্বাণ।

(২) কষ্ট
ক্ষনিকের জন্য হলেও
সুখ দিয়ে ভাঙা কষ্টকে
মেরামত করা যায়
কিন্তু -
কষ্ট দিয়ে কষ্টের ফুটো বন্ধ করা
সত্যিই ভীষণ কষ্টসাধ্য!

(৩) দুঃখ
চাইনি বলেই দুঃখরে দিতে
দুখের কাজলে ফোঁটা,
দুঃখী বানালো দুঃখরা মোরে
দুখে গড়ে ঘনঘটা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast