www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যস্ত খুকি (শিশুতোষ)

ব্যস্ত খুকি (শিশুতোষ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

ছোট্ট খুকি ভর দুপুরে
পানসে করে ধুলি,
মান পাতাতে রাখছে গড়ে
মণ্ডা পায়েস পুলি।

তাই দেখে বেশ জোরসে ডেকে
বললো দাদু জোশে,
আয় দেখি বোন এক পাতে ভাত
খাই দু’জনে বসে!

বললো খুকি আড় নয়নে
মুখটি করে বাঁকা,
আজ যে আছি ব্যস্ত আমি
আর যাবে না ডাকা।

ফের দিলে ডাক দুষ্টুমিতে
বকবো দিয়ে আড়ি,
ক্যান বুঝো না কন্যে জামাই
আসছে আমার বাড়ি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০২০

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ৩০/১১/২০২০
    অসাধারণ ভাবনা
  • ভাল।
    শুভেচ্ছা।
  • চমৎকার।
  • ফয়জুল মহী ২৯/১১/২০২০
    Very good post
  • সুন্দর হয়েছে। ধন্যবাদ কবি।
 
Quantcast