www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয় রে তোরা দেখবি যদি আয় (ছড়াগান)

আয় রে তোরা দেখবি যদি আয়! (ছড়াগান)
[email protected]@@

আয় রে তোরা দেখবি যদি আয়!
মিষ্টি জর্দায় পান খেয়ে কাক
বাঁধছে ঘুঙুর পায় -
আয় রে তোরা দেখবি যদি আয়!

কড়া ঝালের ফুচকা খেয়ে
শালিক নাচে ডালে,
ময়ূর লিখে মসলা টকে
সুখের স্বপন ভালে!
হুতোম প্যাঁচার চা দেখে বক
পাল তুলেছে নায় -
আয় রে তোরা দেখবি যদি আয়!

বাদুড় ঘুরে চিলের পিছে
দেখে বাদাম ভাজা,
টুনটুনি দেয় টিয়ার মুখে
চুপটি তিলের খাজা!
কটকটি খায় ময়না দোয়েল
বসে পূবাল বায় -
আয় রে তোরা দেখবি যদি আয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast