www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতের বীন

শীতের বীন
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

হায়রে মাঘের শীত,
দাঁতগুলো সব সাত সকালে
গাচ্ছে যেন গীত।
রয় কি সুখের ভিত!
না যদি হয় খুকির খেলা
ছি দিয়ে কিত্ কিত্!

হিম যেয়ে আজ জীর্ণ কাঁথায়
করছে বলে ধুম,
ওম নাকি তাই দেয়নি রাতে
বুড়ির গায়ে চুম,
রাত গেছে নির্ঘুম।

উঠবে না আজ সূর্য্যি মামা
নেই ভালো তার মন,
চৌদিকে তাই নাড়ার আগুন
জ্বলছে প্রতিক্ষণ।
এই তাপই যে গরীব দুখীর
সবচে’ আপনজন।

বাজলে শীতের বীন,
কেউ খোশে হয় আত্মহারা
কেউ শোধে যায় ঋণ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২১

মন্তব্যসমূহ

  • বেশ ছন্দময় কবি দা
  • ফয়জুল মহী ৩১/০১/২০২১
    Amazing writen
  • সুন্দর শীত বর্ননা।
 
Quantcast