www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুবাইয়াত-ই-বোরহান (আপনজন ও দুখের হার)

রুবাইয়াত-ই-বোরহান
(আপনজন ও দুখের হার)
============================@@@

(১) আপনজন

থাকলে ভুখা বুকের বামে বোধ রা জ্ঞানে সুস্থ মন,
সামনে পিছে অনেক পাবে সখ্যে আঁকা আস্তরণ।
হয়তো সুখেই দম যা যাবে, বলবে তবু শেষ বেলা
দ্বীন দুনিয়ায় পাইনি কোন মা সম আর আপনজন!

(২) দুখের হার

বুকটা আমার দুখের স্বদেশ বসত ওদের ভূ জুড়ে,
নিত্য নতুন দালান উঠে দীন যে তারও নয় কুঁড়ে।
ভাবছো জ্ঞাতি ক্যামনে বাড়ে, গণিত রীতির কোন হারে?
মরলে সেও ছয় ছা রাখে নইলে কে কও গোর খুঁড়ে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast