www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুবাইয়াত-ই-বোরহান (শুদ্ধ খাঁটি আবে হায়াত ও প্রেমের জল)

রুবাইয়াত-ই-বোরহান
(শুদ্ধ খাঁটি, আবে হায়াত ও প্রেমের জল)
=============================@@@

(১) শুদ্ধ খাঁটি

গভীর রাতে নিদ হীনা মন খুঁজলে তৃষায় চাঁদের পাটি,
ভুল বুঝো না আঁধার সেজে দেখলে হাতে প্রভার বাটি!
ওই রূপে যার রূপ মিশেছে নাও যদি বা দেয় সে সাড়া,
তবু জেনো তোমার তরেই প্রেম ছিলো মোর শুদ্ধ খাঁটি।

(২) আবে হায়াত

প্রেমের তৃষায় চোখ দু’টি মোর যতোই দ্যাখে শূন্য পাত,
তোর কথা মন ভেবেই তবু বার বারে কয় কেয়াবাত!
নিদ বিনে তাই জ্যোৎস্না চাটি, বল সখী বল কোন আশে?
ওই আলোতেই পাই বলে রোজ তোর অধরের আবে হায়াত।

(৩) প্রেমের জল

বকুল ফুলের গাঁথতে মালা কোন শ্বাসে রোজ ফেলতি জল?
মেঘ যে আশে নিজকে ক্ষয়ে বৃষ্টি ঝরায় ক্ষরণ তল?
এই কি গো তার বেহাল দশা! হয় যদি মোর দৃষ্টি ভ্রম,
আজ যা ক্ষরণ হয়নি কেনো কাল তবে তা বুকের বল?

(পবিত্র ’ঈদুল ফিতর’ এর আগাম প্রাণঢালা শুভেচ্ছা
ও আন্তরিক শুভ কামনা রাখলাম সবার জন্য!)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast