www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাত জাগা অন্তর

রাত জাগা অন্তর
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

নিশুতি রাত
একলা দাঁড়িয়ে আছি জানালার পাশে
অপলক দৃষ্টিতে তাকিয়ে ওই দূর গগনে।
অব্যক্ত ব্যথায় বিরহে কাতর মন, কেঁদে চলেছে
তোমার কথা ভেবে, স্মৃতি মন্থনে।
ভাবছি সেদিনের কথা।
এমন নিশীথে তোমার জেগে থাকার কথা ছিল আমার পাশে।
মনের সে আশা আজ পরিণত হয়েছে বেদনার শ্বাসে।
কি সুন্দর আকাশের ওই তারাগুলো
মিটিমিটি চেয়ে আমাকেই দেখছে
যেন তোমার মায়াভরা অপলক চোখ।
জ্যোৎস্না আলোর ছটা তোমারই রূপ লাবণ্য গাত্রে মেখে
ক্ষণে ক্ষণে কেড়ে চলেছে, প্রকৃতির যতো শোক।
কেমনে ঘুমাবে অন্তর!
ঝিঝির ডাক, কখনো ব্যথাতুর পাখির ডানা ঝাপটানোর শব্দে
কেঁপে কেঁপে উঠছে বুকের ভিতর।
মেঘের আড়ালে চন্দ্র লুকাতেই শত শত জোনাক
আলো জ্বালিয়ে বের হচ্ছে, তোমাকে খুঁজতে, ঘুরে ঘুরে।
আর আমার অন্তর, স্মৃতির ডানায় ভর করে, নিভৃতে
উড়ে চলেছে, দূর থেকে দুরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০২০

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৫/০৮/২০২০
    অসাধারণ মুগ্ধতাএকরাশ
  • চমকপ্রদ কবিতা
  • মন্দ নয়। লেখাটায় যথেষ্ট আবেদন বিদ্যমান
  • ফয়জুল মহী ১৩/০৮/২০২০
    বাহ চমকপ্রদ ভাবনায় মাধুর্যমণ্ডিত প্রকাশ। একরাশ মুগ্ধতা একরাশ ভালো লাগার ভালোবাসা ।
 
Quantcast