www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানের রেশ

মানের রেশ
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@

আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?

বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?

দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০২১

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৩/০২/২০২১
    বেশ মুগ্ধকর লেখনী
  • বেশ ভালো হয়েছে!
  • অসাধারণ
  • ফয়জুল মহী ১২/০২/২০২১
    অতুলনীয় মনোমুগ্ধকর কথামালা।
    পাঠে তৃপ্ত হলাম কবি।
  • সাখাওয়াত হোসেন ১২/০২/২০২১
    দারুণ লিখেছেন ভাইয়া।
 
Quantcast