www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের মন

মায়ের মন
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

কোন আলোতে গড়ছো প্রভু
আমার মায়ের মন,
বিশালতায় আকাশ সম
মায়ায় গহীন বন।

সবার দুখে মনটা কাঁদে
ঝরায় চোখের জল,
নিজের ভালে শূন্য কোঠা
নেইকো আশার ফল।

স্নেহ মায়া আর মমতা
করতে সকল দান,
নিজের আশা দৈন্য দশা
কষ্টে ভরায় প্রাণ।

রাখতে সুখে আগলে বুকে
সইতে সকল ব্যথা,
শূন্য পেটে চলছে খেটে
নেইকো মুখের কথা।

জ্বর অসুখে পড়লে কেহ
মন করে আনচান,
নিজের ব্যথা ঢাকতে মুখে
নানান কথার বান।

সবার নামে ধন জমাতে
চিন্তা হারায় দিশে,
শূন্য হাতে শুষ্ক মাথে
চলছে জীবন পিষে।

দাওনা প্রভু একটু কালি
ভাগ্য লিপির লেখা,
মায়ের পাতা লিখবো শুধু
পাইতে সুখের দেখা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০২০

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ০৭/০৭/২০২০
    অসাধারণ লেখনী
  • ইতি হালদার ২০/০৫/২০২০
    মায়ের মতো কেউ নেই এই পৃথিবীতে ।
  • ভালো লাগ্লো ভাই
  • ফয়জুল মহী ২০/০৫/২০২০
    Very good post
 
Quantcast