মানো বা না মানো
মানো বা না মানো!
[email protected]@@
সুখের আশায় সখ্যের ধারে
রোজ সেজে নব ভোর,
পারবে না তুমি বলতে যে কেউ
’গড়বে আমার দোর!’
তবে যদি রাখো আর্তের তরে
আড়েও দু’ফোঁটা জল,
মানো বা না মানো খুলবেই ওরা
শত শত অর্গল!
[email protected]@@
সুখের আশায় সখ্যের ধারে
রোজ সেজে নব ভোর,
পারবে না তুমি বলতে যে কেউ
’গড়বে আমার দোর!’
তবে যদি রাখো আর্তের তরে
আড়েও দু’ফোঁটা জল,
মানো বা না মানো খুলবেই ওরা
শত শত অর্গল!
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১১/২০২২খুব সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ২৭/১১/২০২২Excellent
-
আলমগী সরকার লিটন ২৭/১১/২০২২অনেক শুভ কামনা জানাই কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১১/২০২২দারুণ