www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কয়েক টুকরো কথা

কয়েক টুকরো কথা
====================@@@

(১) বাসনার পাতা

শীতকালে গাছের পাতা ঝরে
টুপ টুপ করে ঝরে
তারপর দিনে দিনে মিশে যায় মাটিতে।

কিছু বাসনাও এমন
ঠিকই বিলীন হয় একদিন -

’ঝরা পাতার মতো
জেগে থেকে থেকে
কারো হৃদপিণ্ডের গোপন বন্ধনে
অবশেষে কবর বা চিতার মন্থনে!’

(২) সম্পর্ক ও জীবন

সম্পর্ক যদি জীবনে সাথে মিশে যায়
অনেকটা ডায়াবেটিস এর রূপ
ধারণ করে,
অর্থাৎ -
’হন্টনেই প্রাণ
আলস্যে থামে গান
আর অধিক মিষ্টি?
ওরে বাবা! আনচান আর আনচান।

(৩) হিজলের পাখি

প্রায় সময়ই লিখি হিজলের কথা
কিন্তু আজও চিনি না!
তাহলে?

’গাইতো রোজ সে হিজলের শাখে
একটি পাখিই গান,
জীবনের যতো কাঙ্খিত আশা
তারে করেছিনু দান,
চাইলেও তাই হয় নিকো দেখা
ফুল পাতাদের প্রাণ!’

(৪) দামাদামির শোরগোল

ভুলতে চেয়েছিলাম তাকে
স্নায়ুগুলোও শিথিল হয়ে এসেছিলো
ঘুমাতে লাগলাম -
আরামসে!

একদিন জেগে দেখি ওরা সক্রিয়
ব্যাপারখানা কি!

’ঘুমানোর সুযোগে
তার নামাঙ্কিত মুদ্রা জারি করে
বসিয়েছে শখের মেলা ওরা,
চিরায়ত!’

তারপর থেকে?

আঁখি দু’টি তন্দ্রাচ্ছন্ন হলেই
কানে ভেসে আসে
‘দামাদামির শোরগোল!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast