www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিগুরুর খোঁজে

কবিগুরুর খোঁজে
====================@@@

গতকাল পতিসর নেমেছি গো যেই,
দেখি আছে ঘাট-বাট তালগাছ নেই।
কোথা সে খেলার মাঠ দোকানের সারি!
তবে বেশ ছিমছাম গুরুজীর বাড়ি।

কিঞ্চিতও নেই জেগে দেয়ালের ক্ষত,
ফটকে সিংহ দু’টি পাহারায় রত।
পাশে যে পুকুর ছিলো ঘোলা কাদা জলে,
আজ বুকে খেলা করে মৎসরা দলে।

পাশেই গুরুজী দেখি বসে আছে টুলে,
বাতাস দিতেছে তারে হরতকি দুলে।
দেবদারু গাছে বসে গেয়ে ক’টা পাখি,
ব্যস্ত নড়াতে বুঝি উদাসী দু’আঁখি।

যতনে হলাম গিয়ে পাশে তার খাড়া,
দিলো কি আমার তরে ক্ষণকাল সাড়া!
কোথা সে দৃষ্টি গেছে করে দেখি তাক,
ব্যাকুলে গাঁথছে সে যে নাগরের বাঁক।

পতিসর (আত্রাই, নওগাঁ) কবিগুরুর
কুঠিবাড়ি থেকে ফিরে কবিতাটি লেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast