www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি কে

কবি কে?

# প্রকৃতির রূপ অবলোকনের বিরল চোখের জ্যোতি।
দুর্গম প্রবাহের সুতীক্ষ্ণ ভেদক পঞ্চবাণের গতি।

# দুঃখ পিষে অমৃত দানের চির ঘূর্ণমান ঘানি।
মরুর বক্ষে ছটফটে প্রাণের বাঞ্ছিত শীতল পানি।

# সিন্ধু থেকে মুক্তা আহরণে দক্ষ ডুবুরীর ছাতি।
স্নিগ্ধ বাতাসে মেঘালয়ে জাগা রঙিলা ঘুড়ির জ্ঞাতি।

# সভ্যতার সার বুকে বয়ে চলা তিন তক্তার তরী।
জ্ঞানের তৃপ্তিতে জাতিকে জাগানোর অতন্দ্র প্রহরী।

# জননীর বোনা নকশি কাঁথার দুঃখ ‍সুখের খনি।
সাম্যের ধারা জাগিয়ে রাখার অগ্নি চিরন্তনী।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ২১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast