www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুকি ও চিল

খুকি ও চিল
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@

এক বসে চিল গাছের ডালে
ছোট্ট খুকি দেখে,
দিল খুশিতে এক বাটি ভাত
দুধতে নিলো মেখে।

ডাক দিয়ে বেশ মধুর সুরে
বললো গাছের তলে,
দুধ মাখা ভাত নাও না খেয়ে
বন্ধু মেনে দলে!

দোস্তিতে আজ আপনা ভেবে
খাই যদি এক পাতে,
রাগ করে কি বকবে আমায়
ঠোক দু’দিয়ে হাতে?

খুব চেহারা মিষ্টি তোমার
দৃষ্টিতে বেশ মায়া,
নীল দু’চোখে হারছে যেন
মুক্তা মনির ছায়া।

নাও না গো আজ তোমার পিঠে
উড়তে আকাশ পানে!
গল্পতে সুর মন ভরাবো
ছন্দ মধুর গানে।

চাই যদি শেষ চন্দ্রে যেতে
ভরবে কি গো দোষে?
ওইখানে মোর কাঁদছে যে মা
পথ চেয়ে রোজ বসে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০২০

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ০৪/০৯/২০২০
    চমত্কার
  • প্রথম লাইনটা কি ঠিক আছে?
    • জী প্রিয় কবি, ঠিকই আছে
      তবে ‘চিল বসে এক গাছের ডালে’ ও লিখতে পারতাম।
      মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক কৃতজ্ঞতায় শুভ কামনা রইল প্রিয় কবির প্রতি একরাশ।
  • মনোমুগ্ধকর কবিতা।
  • ফয়জুল মহী ০৪/০৯/২০২০
    মুগ্ধ হলাম লেখায়
 
Quantcast