www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খোকনের ঈদ

খোকনের ঈদ
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

সবে তো নামাজ শেষ,
বাড়িতে ফিরেছে ঈদের নামাজি
খুলেনি তখনো বেশ।

খোকন চলেছে গঞ্জ বাজারে
কিনিতে পটকা রং,
ঈদের খুশিতে ভরা মুখখানি
পোষাকে কতো না ঢং।

পোড়া দালানের দরাজে বসিয়া
ভাবিছে অচিন লোক,
অবুঝে দেখিতে দু’জনা চোখেতে
ভরিলো হৃদয়ে শোক।

স্তব্ধ নীরবে নহে তা গরবে
কি যেন ভাবিলো মনে,
লঘু ধীর পদে হাঁটিয়া চলিল
আপনা বাড়ির পানে।

ক্ষণকাল পরে ফিরিয়া আসিল
হাতে খাবারের থালা,
দেখিতে অচিন ভেবে সমীচীন
ঘুচিল মনের জ্বালা।

হস্ত বাড়িয়ে খাবার টানিলো
বুকেতে অসীম বল,
হাসি ভরা মুখে সুখে বা কি দুখে
গড়িলো দু’ফোটা জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০২০

মন্তব্যসমূহ

  • অনবদ্য!!
  • Md. Rayhan Kazi ০৭/০৭/২০২০
    মুগ্ধতা একরাশ
  • অতুলনীয়
  • সুন্দর প্রকাশ
  • ফয়জুল মহী ৩১/০৫/২০২০
    অনুপম, অতুলনীয় লেখা ..
 
Quantcast