www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাব্যের কথা

কাব্যের কথা
====================@@@

কাব্য বলো না তারে,
অসাড় বন্দে আপনাকে যেবা
খুঁজে ফিরে হাহাকারে!

চাঁদ-তারা যদি নিশীথের বুক
চিরতরে যায় ভুলি,
ব্যাকুল পিয়াসী সেও কি দেখবে
গগন দৃষ্টি তুলি?

রৌদ্রের ছটা যতোই সাজাক
তির্যক চোখে ক্ষণ,
হাসে না প্রকৃতি না দেখলে তবু
মেঘে মেঘে আলাপন!

জেনে যদি কেউ পিউ কুহু বিনে
খুলে ফাগুনের দ্বার,
বলবে কে দেখে কাব্যরা হলো
তথ্যের সমাহার??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৩/২০২২

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১১/০৩/২০২২
    অত্যন্ত চমৎকার উপলব্ধি।
    খুব ভালো লাগলো।
  • সুন্দর প্রকাশ।
  • অনুপম
 
Quantcast