www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জবর বিচার

জবর বিচার!
=========================@@@

এই তো এসে বাঘের কাছে ছাগ সে বাদী সাজি,
বললো হে রাজ বনের পতি বিচার করো আজি!
আমার ক্ষেতের ধান রোজই খায় উটকো একই ভেড়া,
করলে বারণ ধার ধারে কি বরং করে জেরা!
আজ তারে যেই বলনু ডেকে রাখতো অসার বুলি!
কয় কি আমি ভাগ্নে যে তোর এমনি গেলি ভুলি!
ক্যামনে এ বাক সহ্য করি কও তো দয়াল প্রভু,
ধর্ম বা সৎ কেউ কি আমার ভগ্নি ছিলো কভু?

বাঘ শুনে কয় থাক না রে তুই চুপটি বসে বাড়ি,
আর ক’টা দিন করলে সবুর জান কি যবে ছাড়ি!
শেষ হলে তোর ক্ষেতের ফসল দিবেই আপোষ নামা,
ভাবিস তখন চাইলে কি ফের ডাকবে ভেড়া মামা!

ছাগ কেঁদে কয় তা ঠিক প্রভু তুমিই মানের মানী,
এহেন বিচার করবে যে কেউ আর কে আছে জ্ঞানী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast