www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গরমিল

গরমিল
=========================@@@

সূর্য তো চিরকালই মানে-গুণে কিং সে,
তারই রোদ নাঙা জলে কেনো রচে হিংসে!

ভেবে দ্যাখো ভুল কি -
শ্রমিকের পেটে আঁকে পুঁজিপতি উলকি?

’নিশ্চয় সুস্বাদু মিঠা-টকে আমড়া!’
মানেনি সে জাতে পেলে আঁটি আর চামড়া।

যার নেই গামলা -
বললো হে কবে কথা তার হয়ে মামলা!

এরও চেয়ে গরমিল পাবে ঢের ভূধরে,
কবি নামে কিছু কিছু অকবির দু’দরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০২৪

মন্তব্যসমূহ

 
Quantcast