www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোধুলির আঁখি (সনেট)

গোধুলির আঁখি (সনেট)
======================@@@

এখনো রয়েছে পাটে লাজে রাঙা বেলা
ষোড়শী মেঘেরা করে লুকোচুরি খেলা,
বুকের পাঁজরে পুষে প্রেম ঝরা জ্যোতি
সেজেছে এ কোন রূপে নীলিমার মতি!

এ কি অপরূপ আহা অরুণের দানা!
মায়াবী সবুজ ক্ষেত খুঁটে মেলে ডানা,
গা-ঘেঁষা কোমল বায়ে গান গায় পাখি
’আয় কে দেখবি আজি গোধুলির আঁখি!’

নিবিড় ছায়ায় ভাবে কবুতর জোড়া,
ক্যামনে গো-ছাগ পেলো বাঈজির তোড়া!
শুধায় তৃষিত চিল লহরীরে ডেকে
’দেব কি বুকে রে তোর তারা শশী এঁকে?’

ঘোলা চোখে ভোলা বসে খুঁজে তকদির,
ব্যাকুল ধুলিরা চষে আঁধারের নীড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast