www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাধার শর্ত

গাধার শর্ত
====================@@@

সব পশু আর পাখি মিলে
মনটা ভেবে সাদা,
রায় দিলো যা করবে বিচার
কল্য থেকে গাধা।

শুনেই গাধার জ্ঞান হলো ভার
শুধায় তবু ঘুরে,
মাত্র যে কয় শর্ত আছে
গাইবো তা কি সুরে?

জানায় সবে কও তো বাপু!
বললো গাধা খাঁটি,
ভোর না হতেই ফেলতে হবে
হরির কেশর ছাঁটি।

পারবে না গান গাইতে কোকিল
আমার হুকুম বিনে,
চায় যদি গো’র মাংস খেতে
আনবে শকুন কিনে।

চলবে না ওই খেঁকশিয়ালের
ক্ষণিক খবরদারি,
আজ থেকে বাঘ ঘর জামাতা
থাকবে শ্বশুর বাড়ি।

এই যা ছিল বাক্য আমার
ভাবলে শুনে যা-তা,
দা দিয়ে বাজ কাটবে সে তার
তীক্ষ্ণ নখের মাথা।

হরি> ‍সিংহ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast