www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা আশার নদী

একটা আশার নদী
=====================@@@

ধু ধু মাঠে কেউ জেগে নেই পাশে
অধীর শোকে বসে আছি আমি,
তপ্ত হাওয়া ঝরছে প্রতি শ্বাসে
নয় ওরা আজ আগের মতো দামী।

কেমন আছে বন্ধু স্বজন যারা
জানতে এ মন মেঘ হয়ে যায় উড়ে,
এই জীবনে হলাম কাদের হারা
গুমরে উঠে কাঞ্চা বাঁশির সুরে।

রিক্ত দু’হাত কে দিবে শান্তনা
হিম সরে যায় রেখে বাঁকা আঁখি,
করপুটে জল জাগতো যা রোজ লোনা
পান করেছে বোধ হারা এক পাখি।

তবু বসে গুণলে সাঁঝের তারা
ভাবনা আমায় জাপটে ধরে যদি,
পাই তখন এক অদৃশ্য ইশারা
পাশেই বুঝি বইছে আশার নদী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast