একই মায়ের ছয়টি বাছা
একই মায়ের ছয়টি বাছা
[email protected]@@
একই মায়ের ছয়টি বাছা
লাল সাদা কেউ নীল,
কারো আবার টলমলে চোখ
সাচ্চা সবুজ দিল।
বাস করে সব একই ঘরে
কি যে তবু জিদ,
অন্যকে দেয় আজ যে বা ডাক
কাল সে খুঁজে নিদ!
[email protected]@@
একই মায়ের ছয়টি বাছা
লাল সাদা কেউ নীল,
কারো আবার টলমলে চোখ
সাচ্চা সবুজ দিল।
বাস করে সব একই ঘরে
কি যে তবু জিদ,
অন্যকে দেয় আজ যে বা ডাক
কাল সে খুঁজে নিদ!
শুভকামনা অবিরত।