www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একই মায়ের ছয়টি বাছা

একই মায়ের ছয়টি বাছা
=====================@@@

একই মায়ের ছয়টি বাছা
লাল সাদা কেউ নীল,
কারো আবার টলমলে চোখ
সাচ্চা সবুজ দিল।

বাস করে সব একই ঘরে
কি যে তবু জিদ,
অন্যকে দেয় আজ যে বা ডাক
কাল সে খুঁজে নিদ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast