www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখের ভার

দুঃখের ভার
=====================@@@

দুঃখরা হলে বোঝা,
হয়তো পারে না সহজে সে’ জন
চাইলেও হতে সোজা!

অবেলায় ছুটে ঘন কালো মেঘ
গতরে উঠলে ঘেমে,
মনে হয় দেখে ওদেরই ওজনে
আকাশ এসেছে নেমে।

লোহার গাত্রে মরিচারা জমে
অবাধে গড়লে বাড়ি,
না পাঁজালে কেউ দিনে দিনে সেও
হারায় মুখের সারি।

সহনীয় জলে ফসলও তো যাচে
অবশেষে আবালতা,
নিড়ানি অভাবে যায় যদি বেড়ে
শ্যাওলার বদ্ধতা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast