দুঃখের ভার
দুঃখের ভার
[email protected]@@
দুঃখরা হলে বোঝা,
হয়তো পারে না সহজে সে’ জন
চাইলেও হতে সোজা!
অবেলায় ছুটে ঘন কালো মেঘ
গতরে উঠলে ঘেমে,
মনে হয় দেখে ওদেরই ওজনে
আকাশ এসেছে নেমে।
লোহার গাত্রে মরিচারা জমে
অবাধে গড়লে বাড়ি,
না পাঁজালে কেউ দিনে দিনে সেও
হারায় মুখের সারি।
সহনীয় জলে ফসলও তো যাচে
অবশেষে আবালতা,
নিড়ানি অভাবে যায় যদি বেড়ে
শ্যাওলার বদ্ধতা!
[email protected]@@
দুঃখরা হলে বোঝা,
হয়তো পারে না সহজে সে’ জন
চাইলেও হতে সোজা!
অবেলায় ছুটে ঘন কালো মেঘ
গতরে উঠলে ঘেমে,
মনে হয় দেখে ওদেরই ওজনে
আকাশ এসেছে নেমে।
লোহার গাত্রে মরিচারা জমে
অবাধে গড়লে বাড়ি,
না পাঁজালে কেউ দিনে দিনে সেও
হারায় মুখের সারি।
সহনীয় জলে ফসলও তো যাচে
অবশেষে আবালতা,
নিড়ানি অভাবে যায় যদি বেড়ে
শ্যাওলার বদ্ধতা!
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০১/২০২৩অনেক সুন্দর কবিতা পড়লাম।
-
ফয়জুল মহী ০৭/০১/২০২৩অসম্ভব সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০১/২০২৩সুন্দর