www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুঝোনি যা ও চেয়েছিনু তবু থাকো ভালো (দু’টি অণু)

বুঝোনি যা ও চেয়েছিনু তবু থাকো ভালো (দু’টি অণু)
==========================@@@

(১) বুঝোনি যা

হলুদ ঘাসের মতো ক্ষয়ে গেলে দেহ
জানি এ’ পৃথিবী আর করতো না আমাকে স্মরণ,
জেনেও বুকের শেষ নিঃশ্বাস ঢেলে
যতনে যেতাম করে সে’ বিদায়ে তোমাকে বরণ।

হতে যদি শিশিরের কণা -
ছিলো এ’ নিরেট পণ বুঝোনি যা নয় বিবেচনা।

(২) চেয়েছিনু তবু থাকো ভালো

রাখতে চায় কি কেউ অমারে মননে?
তুমিও রাখোনি তাই হয়তো বা ভেবে তারই তুল,
বুঝেও বারেক ডেকে বলেছি কি
’আঁধারে লুকায়ে মুখ শশী গুণে কভু কি মাশুল!’

নাইবা জ্বললো এই নিশুতির দোরে
বাকীটা জীবন কোন জোনাকির ক্ষীণ মৃদু আলো -
চেয়েছিনু তবু থাকো ভালো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast