www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দণ্ডের ঋণ

দণ্ডের ঋণ
====================@@@

বাড্ডার বিলে আড্ডা মেরেছে
বস্তিতে খেয়ে ভাত,
খুশিতে যেচেছে নিউ মার্কেটে
হকারের দু’টি হাত।

মতিঝিলে তবু গুণেনি দালান
মাথা উঁচু হবে বলে,
আজও বুঝি তাই হয়নি ও’ প্রাণ
রঙে কিছু ঝলমলে।

মেনেই নিয়ে তা বঙ্গ বাজার
চষছে যখন দিন,
দণ্ড শুধায় ’বল দেখি তোর
কতোটা হয়েছে ঋণ?’

ভাবি শুনে আমি ওর ঝুলি হলে
আপনার চেয়ে ভারি,
আমার বোঁচকা বইবো যে কাল
আছে কি এমন গাড়ি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast