দণ্ডের ঋণ
দণ্ডের ঋণ
[email protected]@@
বাড্ডার বিলে আড্ডা মেরেছে
বস্তিতে খেয়ে ভাত,
খুশিতে যেচেছে নিউ মার্কেটে
হকারের দু’টি হাত।
মতিঝিলে তবু গুণেনি দালান
মাথা উঁচু হবে বলে,
আজও বুঝি তাই হয়নি ও’ প্রাণ
রঙে কিছু ঝলমলে।
মেনেই নিয়ে তা বঙ্গ বাজার
চষছে যখন দিন,
দণ্ড শুধায় ’বল দেখি তোর
কতোটা হয়েছে ঋণ?’
ভাবি শুনে আমি ওর ঝুলি হলে
আপনার চেয়ে ভারি,
আমার বোঁচকা বইবো যে কাল
আছে কি এমন গাড়ি!
[email protected]@@
বাড্ডার বিলে আড্ডা মেরেছে
বস্তিতে খেয়ে ভাত,
খুশিতে যেচেছে নিউ মার্কেটে
হকারের দু’টি হাত।
মতিঝিলে তবু গুণেনি দালান
মাথা উঁচু হবে বলে,
আজও বুঝি তাই হয়নি ও’ প্রাণ
রঙে কিছু ঝলমলে।
মেনেই নিয়ে তা বঙ্গ বাজার
চষছে যখন দিন,
দণ্ড শুধায় ’বল দেখি তোর
কতোটা হয়েছে ঋণ?’
ভাবি শুনে আমি ওর ঝুলি হলে
আপনার চেয়ে ভারি,
আমার বোঁচকা বইবো যে কাল
আছে কি এমন গাড়ি!
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (দিশারী) ০২/০৮/২০২২আহা!ঋণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৮/২০২২বেশ অন্যরকম চিন্তার খোরাক।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৮/২০২২ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০১/০৮/২০২২ভীষণ ভালো লাগলো লেখাটি প্রিয়জন। মুগ্ধ হলাম পাঠে পড়ে ।