www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলে যেতে

চলে যেতে!
=======================@@@

চন্দ্রিমা আকাশে র’লে চিরকাল জেগে
নক্ষত্রও পড়তো না খসে,
কাটাতো অনন্তকাল থেকে অপলক
পাশাপাশি দু’জনাতে বসে।

এমনই বাসনা বাঁচে বাঁধনের পণে
শিশিরের বুকে রচে আড়ি,
তাপিত বেলার সাথে পরমায়ু ক্ষয়ে
চলে যেতে এ’ ধরণী ছাড়ি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast