www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিড়াতনের দুরি

চিড়াতনের দুরি
======================@@@

বলছি, তখন হয়নি আঁখি সোজা
ভাবছো তিরিশ? নয়কো বয়স অতো,
মাথায় রেখে ঝাঁকড়া চুলের বোঝা
দৌড়ে বেড়াই সদ্য ষাঁড়ের মতো।

সখ্যে জাগা শ্যামলা বরণ গায়ে
আঁকেই সে’ কাল নিত্য বিরল স্মৃতি,
মাতা পিতার স্নিগ্ধ শীতল ছায়ে
ঘুগরি রচে ফাগুন বেলার গীতি।

এমনি ভাবে চলতে একাহ সাঁঝে
ছোট্ট পাতে দেখে শিশির কণা,
চুপটি বলি সুর তুলে এস্রাজে
’আমি কে, কার বলতো ভেবে মনা!’

এই যে আমার রঙিন বুকের ঘেরে
যতোই জ্বলুক হীরক দ্যুতির আয়ু,
কাল প্রাতে তা রৌদ্র নিবে কেড়ে
নয়তো এসে গিলবে মাতাল বায়ু।

বিবেক যদি দেয় গো দিশে কভু
স্বার্থ মোহ আর কি সাজে ঘুড়ি?
আজ কতোকাল পরেও ভাবি তবু
’চায় কে হতে চিড়াতনের দুরি!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast