www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধনের ভিত

বন্ধনের ভিত!
===========================@@@

আগে ঘন কালো মেঘের আড়ে জাগা বিদ্যুতের ঝলক
অন্তরে ক্ষীণ ভীতি গড়তে চাইলেই
বলতাম - ’কোন লাভ নেই!’

চৈত্র মাসের কাঠ ফাটা দুপুরের কর্কশ রোদ
তির্যক দৃষ্টিতে মাথার শুভ্র চাঁদি তামাটে বরণ করলেও
বলতাম - ’কোন লাভ নেই!’

শীতকালে ভর দিনমান তুহিন সম কুহেলী
চর্ম মাংস ভেদ করে শীর্ণ হাড্ডি
ক্ষ্যাপাটে জোঁকের মতো কামড়ে ধরলেও
বলতাম - ’কোন লাভ নেই!’

ঠনঠনে ডাবরের কথা স্মরণ করিয়ে
উদরের বেহায়া ক্ষুধা বিষাক্ত উল্লাসে মেতে উঠলেও
বলতাম - ’কোন লাভ নেই!’
আমার বান্ধব আছে।
নিশ্চয় আত্মার গড়া সম্পর্কের পানে ধেয়ে আসা
দুঃখ কষ্টরাই মানহীন, চির অসহায়।

প্রথম যেদিন আমি সম্পর্কের দৃঢ়তা অনুভব করি
সেদিনই খুশিতে একটা নাইলন দড়ি মজবুত থামে
শক্ত করে বেঁধে বলেছিলাম - ‘তুই একদিন সর্বস্ব
খোয়ে খসে পড়বি কিন্তু মৃত্যু বিনে এ সখ্যতা কেউ
নষ্ট করতে পারবে না!’
বুঝিনি তখন বলাটা ছিল আবেগের না বিবেকের।
তবে আজ অন্তিম লগ্নে এসে কেন জানি মনে হয়
’নাইলন দড়ির গিট্টু সত্যি অনেক শক্ত!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast