www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবার চশমা

বাবার চশমা
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

বয়স যখন ছয়,
বাবা দিয়েছিল রঙিন চশমা
তখনি করেছি ক্ষয়।

একদিন আমি অনেক টা বড়
বৃদ্ধ পিতায় ডেকে,
আমারে চশমা এনে দিবি বাবা
বলিল যাসনে রেগে।

সেই কিনে দিয়ে ফ্যাকাসে চশমা
বিদেশে দিয়েছি পাড়ি,
বাবা চলে গেলো দূর অজানায়
ফিরা তো হয়নি বাড়ি।

আজ আমি বসে বাড়ির উঠোনে
রঙিন বিকেল বেলা,
অদূরে আমার ছেলে বসে একা
খুশিতে করিছে খেলা।

চোখে দেখে সেই ফ্যাকাসে চশমা
নীরবে হারিয়ে বল,
চোখ হতে শুধু গড়িয়া পড়িল
দু’ফোটা অশ্রু জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০২০

মন্তব্যসমূহ

  • দারুণ
  • পি পি আলী আকবর ১৮/০৫/২০২০
    খুব সুন্দর
  • মনোমুগ্ধকর
  • খুবই সুন্দর।
  • ফয়জুল মহী ১৭/০৫/২০২০
    একরাশ মুগ্ধতা ।
 
Quantcast