www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আস্থা রাখি তবু

আস্থা রাখি তবু!
======================@@@

মানছি এ’ মন অজ্ঞ বোকা
আস্থা রাখি তবু,
যতোই জমুক পাপ কালিমা
ফেলবে না শেষ প্রভু!

জাগলে বুকে বিদায় বেলা
অনুতাপের চাঁই,
নাইবা দিলো গোস্সা খোয়ে
ক্ষণিক পদে ঠাঁই!
ডাকলে এ’ দাস শিশুর সুরে
পারবে কি ফের রাখতে দূরে!
হয়তো নীরদ হয় না সদয়
মরুর শোকে কভূ -
আস্থা রাখি তবু!
যতোই জমুক পাপ কালিমা
ফেলবে না শেষ প্রভু!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast