www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবেগের ফল

আবেগের ফল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

শৈশব কালে পাখির পালক
রেখে বইয়ের ভাঁজে,
বিশ্বাসী মনে বুক বাঁধিতাম
আশা নিয়ে ভোর সাঁঝে।

দাদু বলিতেন বারে বারে দিয়ে
ফোকলা দাঁতের হাসি,
ভাবিস নে ভাই ঠিক একদিন
বেড়ে হবে রাশি রাশি।

কৈশোর গেলো যৌবন গেলো
রাখিনি তো কভু খোঁজ,
এরই মাঝে কতো বিশ্বাস গেলো
করে অকাতরে ভোজ।

আজ বসে দেখি জীবনের শেষে
খুলে বইয়ের পাতা,
আবেগে গড়া সে বিশ্বাস ছিল
ভিত নড়বড়ে যা-তা।

ভেবে বলি তাই যদি বা আবেগে
ঝরে অক্ষির জল,
মন থেকে গুণ বাদ দিয়ে দ্যাখো
শুণ্যই আসে ফল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০২০

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ২৪/১২/২০২০
    চমৎকার লেখনী
  • বেশ ভাল।
  • সরল অংকের ফলের মত।
  • জসিম বিন ইদ্রিস ২৪/১২/২০২০
    ভালো
  • পি পি আলী আকবর ২৪/১২/২০২০
    ভালো
  • ফয়জুল মহী ২৪/১২/২০২০
    অনেক সুন্দর একটি লেখা। ভালো লিখেছেন।
 
Quantcast