www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩৬ (অব্যক্ত দুঃখের স্থিতিশীলতা)

অব্যক্ত দুঃখের স্থিতিশীলতা
=========================@@@

মেঘের অর্পণ শেষে -
ষোড়শীর রূপ পায় রুক্ষ আশমান।

বেনোজলে ঠিক -
শ্যামলা হয়ে উঠে বাউণ্ডুলে জমিন।

তপ্ত শোক মন্দীভূত করে -
অবশেষে, অশ্রুই এনে দেয় শীতলতা।

’ক্রন্দন, নতুন সুরের প্রাণ
ক্রন্দন, পরিবর্তনের আহ্বান’

কিন্তু ------

ক্ষরিত যে জল বুকেই শুকাতে হয়
সেই চোখই জানে -
অব্যক্ত দুঃখের মাতলামো কতোটা স্থিতিশীল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast