মোঃ নূর ইমাম শেখ বাবু
মোঃ নূর ইমাম শেখ বাবু-এর ব্লগ
-
করেছো অতিষ্ঠ হয়েছে অনিষ্ঠ,
দেহগুলো ক্লিষ্ট প্রাণ অবশিষ্ট।
সবুজ এই স্বর্গ প্রীতি ভরা অর্ঘ,
যুদ্ধের দুর্গ লাশে ভরা মর্গ। [বিস্তারিত] -
দেখাতে গিয়ে বীরত্ব,
যদি বেড়ে যায় দূরত্ব।
মুক্তি পেলেও দাসত্ব,
আড়াল ক্ষমার মহত্ত্ব। [বিস্তারিত] -
শুধু ছুটে চলেছি অবিরত চলেছি
খুঁজে পেতে জীবনের সঙ্গী,
লোক শত পেয়েছি বাজিয়েও দেখেছি
প্রাণ ভরা ছলনার ভঙ্গী। [বিস্তারিত] -
খাবারের অভাবে যে কাঁদে দিন রাত
দেয়না কেউ খেতে তাহারে,
যার পেটে ক্ষুধা নাই একেবারে রুচি নাই
সারাক্ষণ সাধে শুধু আহারে! [বিস্তারিত] -
রহস্য ভেদ করে আকাশ পাতাল ঘুরে
নিজের চোখে আমি দেখেছি,
সত্য গেছে মরে কষ্টে নিজ ঘরে
খোঁজ নিয়ে যতটুকু জেনেছি। [বিস্তারিত] -
টিকে আছে ক্ষমতায়-
আরো থেকে যেতে চায়!
মুক্তির পথ চেয়ে জনতা,
কে দেশের ভাল চায়? [বিস্তারিত] -
সে হল মাসুদ ভাই-বিয়ে শুনে দূর ছাই
একা থাকা করেছে সে রপ্ত,
আসামি গান শোনে-হাঁটে পা গুনে গুনে
বিবাহ নাকি অভিশপ্ত। [বিস্তারিত] -
ছোটাছুটি সকলের
নিয়ে এক বৃত্ত,
সংকীর্ণতা নিয়ে
চিন্তিত নিত্য। [বিস্তারিত] -
ভুলের কাছে করলে যদি আত্মসমর্পণ
অপকর্মার কাছে হবে জীবন বিসর্জন।
অসৎ সঙ্গ ত্যাগ করতে আত্ম প্রত্যয়,
নিজের সাথে যুদ্ধ করা সহজ ব্যাপার নয়। [বিস্তারিত] -
চারিদিকে করি আজ লক্ষ্য,
ফাঁদ পেতে আছে প্রতিপক্ষ।
করছে সুযোগের সন্ধান,
দিতে চায় কর্মের প্রতিদান। [বিস্তারিত] -
কবে হবে বোধোদয়?
দুরূহ মনে হয়,
আগামীর পথ চেয়ে
তবু আশা রয়ে যায়। [বিস্তারিত] -
ইতিহাস সাক্ষী তুমি দেশ রক্ষী,
ভাবো টের পায়নি কোন কাক পক্ষী?
কিন্তু সবাই জানে আইনের শ্লোগানে,
শত পাপ করে যাও কত ঘৃণা জনমনে! [বিস্তারিত] -
যদি হয় প্রিয় হীন জীবন তোমার,
আর যদি না রয় হয়ে সহচর।
যদি তুমি ডাকলে না দেয় সাড়া,
বুঝে নিও ঐ প্রাণ পাথরেতে গড়া। [বিস্তারিত] -
তোমার প্রাণের বিনিময়ে
আসে যদি শৃঙ্খলা,
তবে তোমায় হারিয়ে প্রাণ
নয় একটুও উতলা। [বিস্তারিত] -
ঢাকতে নিজের কলঙ্ক,
সৃষ্টি করি আতঙ্ক।
যে জন আমার অনুসারী,
তার ব্যাপারে খেয়াল করি। [বিস্তারিত]