www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি শহর বলছি

আমি শহর বলছি ,তোমাদের শহর ।
আমি শহর বলছি , বোকা বেকার আদর ।
আমি শহর বলছি, ব্যস্ত ভীষণ ,বসন্ত বাসর ।
আমি শহর বলছি,অনাদরে পরে থাকা এক শিশি আতর ।

আমি শহর বলছি ,তোমাদের শহর ।

আমি বৃদ্ধাশ্রমে যাব, কাকের ক্লান্তি কুড়াব ।
আমি ইবাদতে যাব , ইতর অভিযোগ শোনাব।
আমি ধ্বংস পাহাড় খাব, বিধ্বংসী হব।
আমি কাঁদব, কান্না শুকাব । তারপর বলব,
আমি বহুব্রীহি বটে-বর , কিশোরী কুঁড়েঘর।

আমি শহর বলছি ,তোমাদের শহর ।

বলবে এখন, আমি অভিমানী ভীষণ,
বিষণ্ণতার ভরপুর আয়োজন।
কী দিয়েছো আমাকে ? নগ্ন নারায়ণ,
ইঞ্চি ইঞ্চি ঈশানী ইট-পাথর আর কিছু আঁচর ।

শুনছো , আমি শহর বলছি , তোমাদের শহর ।

দেখতে দেখতে আমি ক্লান্ত কদাকার,
শুনতে শুনতে আমি শ্বান্ত সুরকার,
ভাবতে ভাবতে, আমি আর কিছু পাই না ভাবার।
স্বাধীন দেশে হঠাৎ বিজ্ঞাপন, নিখোঁজ ঞ নগর ।

বলব না আর , আমি শহর বলছি ,তোমাদের শহর ।

৫ মাঘ ১৪২৮।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast