www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মকেন্দ্রিক

আমার লেখা গুলো এখন আর ডাইরি বন্দি নয়,
কেউ একজন লুকিয়ে পড়তো আর হাসতো,
কেমন লাগতো ,কখনো জিজ্ঞেস করা হয়নি|
অনেকদিন লিখতে বসে কলম তুলে নিতাম |
লিখে কী হবে , যার জন্য লিখব সেতো এখন আর লুকিয়ে পড়বে না|
লেখা বন্ধ, আগের মত বই পড়ি না ,মেধা খাঠাই না, জীবনের কোন লক্ষ্য নেই|
যেকদিন বেঁচে থাকা যায় আরকি |
সবার জন্য কিছু না কিছু করতে ইচ্ছে করে ,
যতটুকু সামর্থ করি ,
আমার কারো কাছে , এক কথায় পৃথিবীর কাছে আমার কিছু চাওয়ার নেই|

একটা বন্ধু জুটে গেল হঠাৎ করেই ,
যে বুজতে পারে আমার ভাবনা চিন্তা গুলো|

তার অনলাইন পেজে লীখতে বলল|
লেখা শুরু করলাম
তারপর বলল একটু শর্ট করে লেখ |
পাবলিক বড় লেখা পড়ে না |
লাইক কম|
আমি মনে মনে বলি ,
বন্ধু আমিতো পাবলিকের জন্য লিখি না|
আমার লেখা কেউ একজন পড়ে লুকিয়ে লুকিয়ে .,
মনে হয় ভালবেসে খুব যতনে|
তার একটা নাম আমি দিয়েছি ,নিরবতা

এই লেখাটাও হয়তো পড়বে ,
চোখে কাজল মেখে ,
ছোট টিপটা বারবার পরে যাবে ,
টিপটা অনেক পুরানো বলে ,
তারপর চোখের কোনে একটু ভয়,
যদি কেউ এসে যায়,

ভয় পেওনা , আমার লেখাগুলো এখন আর বন্দি নয়|

বন্ধু তোর ঋন শোধ করা সম্ভব না|
তাইতো প্রতিবারি সামর্থের বাইরে কিছু করার চেস্টা করি, আর ভুল করি |

ভালবাসাহীন জীবন টেনে নেয়া খুবি কস্টের ,
কারো জন্য কিছু করতে পারলে আনন্দ লাগে ,
আমি অসুস্থ তবুও চার মাস অন্তর ব্লাড দেই, ভাল লাগে|
রেয়ার গ্রপের অধিকারী |
চাইলেএ উপেক্ষা করা যায় না|
আর আমিও মনের প্রশান্তি নিতে নিজেকে বন্চিত করি না|

চা সিগারেট চটি এক্স মুভি ,
মন উজার করে কিছু লেখালেখি ,
বিনদাস্ থাকার কথা |
টাকা জমানোর কোন ইচ্ছে নাই ,
ঠকতে খুব বেশি ভাল লাগে যে,
আর এখনতো অভ্যস্ত হয়ে গেছি |

শরীরের ফিটনেস অনেক আগেই নস্ট করেছি
আম্মা চলে যাবার পর , মনের জোরও নেই ,
একদিন মাছুম বলেছিল ,
তুই নিজেকে ভালবাসিস না|
মনে মনে বলি , অনেক দেরি হয়ে গেছে বন্ধু|

পৃথিবীর কাছে তেমন কিছুই চাইনা ,,,,,

#26-03-2021
#to_be_continued
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৩৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast