www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা

কি এমন মধু আছে,
বাবু-সোনা ডাকে ?
থমকে দাঁড়ায় তারা,
জীবনের প্রতি বাঁকে !
নিঃশেষ করে জীবনের সকল পুঁজি,
কি এমন অমৃত পায় তারা খুঁজি ?
ভালবাসার উৎস যে পরিবার
সে পরিবার ছেড়ে,
কোন ভালবাসার টানে পালায় তারা
দু-দিনের পরিচয়ে অন্যের হাত ধরে !
তাহলে কি মৌচাকের মধু,
খাঁটি মধু নয় ?
চিনি থেকে তৈরি যে মধু,
সে মধু কেমনে খাঁটি হয় ?
এই প্রশ্নের জবাব কি তারা জানে ?
যারা ছুটে ঠুনকো ভালবাসার টানে !
যে জন পারেনা রাখতে পরিবারের বিশ্বাস,
সে জন কিভাবে দেয় একজনকে সুখের আশ্বাস ?
যে জন ভালবাসাতে পারেনা পিতামাতা কে,
যারা তাকে জন্ম দিল !
সে জন কেমনে ভালবাসে তাকে,
যে দু-দিন বাদাম খাওয়ালো ?
এ ভালবাসা নয়,
দেহের প্রতি মোহ ।
থাকে না এই মোহ যদি তারা পায়,
নতুন সুদর্শন দেহ ।
এ আর কিছুই নয়,
শুধু যৌবন জোয়ারের ঢেউ ।
আসলে ভাঁটা, প্রেয়সীর প্রতি টান
অনুভব করেনা আর কেউ !
সত্যি বলছি,
এ এক নিষিদ্ধ মোহ,
কোন ভালবাসা নয় ।
এ মোহ ধীরে-ধীরে,
তোমার চরিত্র করে ক্ষয় ।
বন্ধু, শুধু দেহের ভালবাসা নয়
করো এমন ভালবাসার সন্ধান,
যৌবন ফুরিয়ে গেলে কিংবা সব হারিয়ে গেলেও
যেন থাকে মনের প্রতি মনের টান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast