www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপন্যাসের শেষ পাতা

ছিঁড়ে ফেলেছি প্রেস্কিপশন, ঘুমের ট্যাবলেটে প্রেমিকার নাম ৷
কখনো ক্ষতের দাগে ,যতটুকু বেঁচে থাকে, আগুনের লাল ,
শুকনো পাতায় মুঝেছি ধুলো ,গল্পেরা ফুটপাথ ,
শহর ব্যস্ত খুব ,নীরব হোক চোখের কোলাজ ৷
কাতর হয়ে ডেকোনা আমায় ,প্রেম থাক থিওরিতে ৷
চেরাপুঞ্জির বৃষ্টি তে ভেজাবো ,আমার গল্পের নায়িকা কে ৷

কখনো যদি ছিঁড়ে যায় পাতা ,মুঠো খুললে কতটা আমি ৷
ফুসফুসের ভাঁজে কমবে আয়ু , ফেলে যাওয়া দিনগুলি ৷
অনেক ঝড়ের শেষে ,জল জমলে শহরের বুকে
তোমার ঠোঁটের দাগে ,অস্পষ্ট আমি ৷
কাজলের কালিতে ভিজিওনা আর ,থেকো তুমি ধুলোমাখা চিরকুটে ৷
হৃদয়ের কলিশন এ শুকতারা খসে গেলে, আকাশ ও ভাসে সেলুলার প্রেমে৷

বুকের পাঁজর ভাঙবে যত ,ফুরিয়ে যাবে ততো,কসমিক ভালোবাসা ৷
ঝাপসা হলে চোখ , শক্ত হবে ধমনী ,উপন্যাসের শেষ পাতায়৷
নতুন করে ডেকোনা আমায় ,ছবির মালা আঁকা খেয়ালে ৷
আবার বাঁধবো ঘর যদি কেউ বলে রামধনুরা রং দিয়ে গেলে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast