নীল ঘুড়ি
    আকাশের নীল সীমানাতে
উড়ি আমি ঘুড়ি হয়ে
পাখির মতো ডানা মেলে
যায় আমি মেঘের কোণে।
নীল কাঠিমের নীল সুতোতে
এলোমেলো করে দিই মনের মাঝে
সাজিয়ে রাখা স্বপ্ন'গুলো
উড়িয়ে দিই ঘুড়ি হয়ে।
নেই সীমানা আকাশেতে
উড়ি আমি লেজটি নিয়ে
নদীর পারের ঠান্ডা বাতাস
বদলে দিয়েছে নীল আকাশ।
চৈত্র এর দুপুর বেলা
উড়ি আমি জল ছাড়া
শুকিয়েছে মাটির কণা।
ঘুড়িতে ঘুড়িতে পাল্লা দেওয়া
উড়ছি আমি বিকাল বেলা
নীল ঘুড়ির ওড়ার খেলা
দেখবে সবাই জেতার বেলা।।
০২/০৫/২০২০
উড়ি আমি ঘুড়ি হয়ে
পাখির মতো ডানা মেলে
যায় আমি মেঘের কোণে।
নীল কাঠিমের নীল সুতোতে
এলোমেলো করে দিই মনের মাঝে
সাজিয়ে রাখা স্বপ্ন'গুলো
উড়িয়ে দিই ঘুড়ি হয়ে।
নেই সীমানা আকাশেতে
উড়ি আমি লেজটি নিয়ে
নদীর পারের ঠান্ডা বাতাস
বদলে দিয়েছে নীল আকাশ।
চৈত্র এর দুপুর বেলা
উড়ি আমি জল ছাড়া
শুকিয়েছে মাটির কণা।
ঘুড়িতে ঘুড়িতে পাল্লা দেওয়া
উড়ছি আমি বিকাল বেলা
নীল ঘুড়ির ওড়ার খেলা
দেখবে সবাই জেতার বেলা।।
০২/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        তাবেরী ২৭/০৮/২০২১দারুণ
 - 
        কে. পাল ২৭/০৮/২০২১Sundor
 - 
        ফয়জুল মহী ২৬/০৮/২০২১মনোমুগ্ধকর কাব্য রচনা।
 - 
        স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৮/২০২১অনেক সুন্দর কবিতা। শুভ কামনা কবি।
 - 
        সাইয়িদ রফিকুল হক ২৬/০৮/২০২১সুন্দর-ভাবনা।
 
