www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাতের শেষে

আলোহীন আন্ধার রাতে
বসে আছি প্রহর গুনে
তুমি আসবে বলে
রাতের শেষে;
চেয়ে আছি আপন মনে
সদ্য ফোটা গোলাপ নিয়ে
তুমি আসবে বলে
রাতের শেষে;
বসে আছি জানালার ধারে
ঘুম নেই আজও চোখে
তুমি আসবে বলে
রাতের শেষে;
কাজ নেই মনের ঘরে
পারি দিই মেঘের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে;
দেশলাই কাঠির আলো জ্বেলে
চলে যায় স্বর্গের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে।
সাগর নদীর প্রবল ঢেউ-এ
ভেবে থাকি তিরের বেগে
তুমি আসবে বলে
রাতের শেষে।।

৩০/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast