www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করবিনা তাঁর দেখা

করবিনা তাঁর দেখা
আব্দুল কাদির মিয়া
================
বলনা রে মন এই কিছুক্ষণ
শ্রান্ত ঝিমায় একা,
তুই বিনে তোর মনের খবর-
পাইলো কি কেউ দেখা?

কতই আপন স্বজন ভোজন-
করলো যে তোর পরে।
একরতি যে খাইলো না তোর-
খাওয়ায় জনম ভরে।

যার টানলি বোঝা ভবের জনম-
গর্দানে ভার ধরে,
পাইলি কি তাঁর মূল্য বুঝে-
কাঁটায় ওজন করে।

তবে বলনা রে মন এই কিছুক্ষণ-
নীরব মনে একা,
খাইলো না যে খাওয়ায় শুধ-
করবি না তাঁর দেখা?

তুই আইলি একা মায়ের দেখা-
জনক দেখার তরে,
তোর জনক তাঁর আদ্যি কভু-
না ছিলো যার পরে।

তবুও সে যেই দরদ ঢেলে-
সাজায় বরাজ নর,
তুই বলনা রে মন কই সে আপন-
হৃদয় ভুলা পর?

ওরে কোন বাগানে বাস করে সে-
কোথায় সিংহাসন,
আয় না তাঁরে একবার দেখি-
তাঁর পাইলে দরশন।

মন ভ্রুমরের গুঞ্জনে প্রেম-
মধুর সুরে উড়ে,
জানি ফুল না তুমি ফুলের কানন-
সাজলে মনের দ্বোরে।

দেখবো তোমায় দুচোখ মেলে-
চোখের ঘুমের ঘরে।
তুমিই কি সেই ফুল কানন গো-
এই সাজন ধরার কোলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast