www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাক বন্দী

বাক বন্দী
আব্দুল কাদির মিয়া
===============
স্বচ্ছ মনের আকাশ ছেয়ে
রাখছে ধুমল ক্ষেপণ ধেয়ে,
বলার চাঁদে নেই হাসি আর-
মতের শ্বাসে ভিড়।

ওরা চায় যেতে সেই মুক্ত উড়ে-
বলের পাখায় হাঁপান ছেড়ে,
তবে দেখছে মগজ মুন্ড ভেদের-
আসছে বিষের তীর।

তবেই নামলো চোখে ঝিমার তরী-
উড়লো বাদাম স্বপনপুরে,
ছুটলো মনের মাল্লা মাঝি-
হৃদয় উতাল ঢেউ।

বাদ প্রতিবাদ করছে ওরা-
এই কি আমার মুক্ত ধরা,
সেথা বিবেক কাঁদে নিগুম শরে-
দেখছেনা তাঁর কেউ।

ঐ সবগুলো এক ফুলায় ধরে-
ফুটবে যেদিন তেরছে মেরে,
সব বাকে এক স্বরের ধ্বনি-
এই যেন সেই ফাটান শুনি,
আজই কুর্দনে সেই সরলো-
বুঝি নেই কিছু বাঁধ আর।

ঐ বন্দী খাঁচার মতের ঘেরে-
পায়ের ধূলিই ঝাপটা মেরে,
স্বচ্ছ মনের ধুমল বাঁধের-
করলো যে চুরমার।

যেথা সত্যের শুভ্রতা-
দগ্ধ আঁধারে সে-তো,
ধপ ধপে দেখে তাঁর দীপালী।

ধেয়ে আসা কালো-
সেতো পুড়ে তাঁর আলো,
জানে জাগিবেই হেসে তাঁর রুপালী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast