www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হুংকারের আর্তনাদ

হুংকারের আর্তনাদ
আব্দুল কাদির মিয়া
===============
চলে নিশ্বাস চলে রও
ধমনীর শিরায় শিরায়,
চক্ষুটা দেখে সব-
পৃথিবীর মেলাটারে,
মগজের কলে ধরা-
স্বার্থের ঝোলা ভরে,
নিঃস্বার্থ বিবেকে সে-
পীড়ায় পীড়ায়।

ভরে ধন ঝন ঝন-
করে মন শন শন,
বাতাসের বুকে চড়ে যায়।

দূরন্ত সুদূরে সে-
ডানা ভড়ে উড়ে উড়ে,
উড়ে ধূলি শক্তির পায়ে পারায়।

নাই সে দিনে নাই সে রাতের-
হিসাবের কোনো মহাজন,
হাসেই শুধু খেলেই শুধু-
ডুবে ডুবে ভরা আনচান।

স্বাদের অগনা পাওয়া,
অন্তরে করে ধাওয়া,
পিঠ পোড়া রোদ্রেও-
শিতলের ছায়া,
দাপটে সে করে দরশন।

এইতো জীবন এইতো জীবন,
এক সাজঘর মুচি বাতি-
জ্বলা সলিতায়,
চলে নিশ্বাস চলে রক্ত-
ধমনীর শিরায় শিরায়।

দেখ দেখ দেখ ঐ কুরর চোখে-
খড়্গ গলায় সেতো পাষাণ হাকে,
লয় তিলে তাল পুরা-
গাঙ দিতে খাল ঝরা,
বিত্তের অশুভ আক্রান্তে।

দিবসের রাতকানা-
আধারের সিকি আনা,
দেখে ভালো নাহি দেখে ভ্রান্তে।

আজ কেঁপে উঠা স্বরধ্বনি-
প্রত্যঙ্গে কানাকানি,
কিছু চলে বলে পিছু-
আহ্ উহ্ মেলা কিছু,
অবল অঙ্গ বলে মোরা অন্তে।

চলে নিশ্বাস চলে রক্ত-
ধমনীর শিরায় শিরায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast