www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবুক মন

ভাবুক মন
আব্দুল কাদির মিয়া
============
চৈতী খরায় উড়ছে ধূলি
উঠছে নেচে মনের কূলে,
দোলছে দেখি মরমরে মর-
বনের লতায় বেজে।

পল্লবে তাঁর বৃদ্ধ বুড়ি-
মরলো সবই নতুন কুঁড়ি,
উঠলো জেগে শিশুর চোখে-
ওসের, হাসি হেসে।

এই লগনে মনের পরী-
নেই মনে আজ উড়ছে দূরে,
শান্ত নীরব স্বপন পুরী-
নির্জনে শালবন।

সেগুন, কড়ি, গুলপাতা ডাল-
সাজন সারি টগবগে লাল,
ঐ শিমুলের ফুটন্ত সেই-
উদীচ্য উদ্যান।

আজই যাই চলে যাই-
মন খেয়ালে,
চিলমারীর ঐ সরষে আলে,
যাই চলে সেই কুলাউড়া-
আরো শকুনতলার তল।

তবে ভেসেই এলো সুর বাঁশরী-
বালি গাঁয়ের সেই কিশোরী,
চন্দ্রিমাতে গাইছে মিলে-
আল কাপের ঐ দল।

এইতো পাওয়া-
হৃদয় ছোঁয়া,
শুধুই ভাবুক মন।

চোখ যেন তাঁর নেই সে দূরে-
মনের পিছু উড়ছে উড়ে,
ঘুরছে কত গাঙ বাদাড়ে-
করছে দরশন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast