www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একা জেগো না

একা জেগো না
আব্দুল কাদির মিয়া
===============
এতো রাত আজ একা জেগো না
বারান্দাতে ঝরে পড়ে জ্যোৎস্না,
চেয়ে চেয়ে কাটে বেলা-
এই আমি একেলা,
জেগে আছি চোখে ঘুম আসে না-
এতো রাত আজ একা জেগো না।

মেলে আছে হৃদয়ের জানালা-
তাঁরই পাশে রজনীগন্ধা,
তুমি যেন সবই ডালে-
ফুটে আমি ফুলে ফুলে,
ফিরে দেখি নেই তুমি-
আমি একেলা।

ডাকে মোরে সুখপাখি-
বলে রাত কিছু বাকি,
তুমি ঘরে চাঁদ ফেলে-
কেন আঙিনায়,
এতো রাত আজ একা জেগো না।

তারাগুলো চুপি চুপি-
কি যেন বলছে ওরা,
বুকে মৃদু আবেগের মহুয়া,
বলাকার পাখা মেলে-
বলাকের পিছু উড়ে,
ছুঁইতে সে তবু দূরে-
একবারও সেতো ফিরে দেখেনা।

প্রভাতের আলপনা-
পূব আকাশে লালিমাতে,
এমনিতে তুমি আর এঁকো না,
এতো রাত আজ একা জেগো না।
তুমি এতো রাত-
আজ একা জেগো না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast