www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ন করো দান

অন্ন করো দান
আব্দুল কাদির মিয়া
===========
যে জনা ক্ষুধার্ত হে নর
তাঁরে অন্ন করো দান,
দানের কৃপাতে রহে-
অতি প্রতিদান।

চোখের ফোঁটাতে সাগর-
ডুবে তাঁর বুক,
ব্যথিত রাগত ফণা-
হিল্লোলে রোষ,
ঐ গগন লোহিত-
ঘন নাসিকার টান,
তাঁরই হৃদয় কাঁপিয়া উঠে-
সিক্ত শ্মশান।

ভীত ধরণীর নিরবতা-
সবুজের সারি,
সেথা বৃক্ষ দোলেনা-
বায়ু থমকে সে ভারি।

আনে একরাশ স্তব্ধতা-
কাকলির ধুম,
নেমে শোক চোখ চোখে-
পাখিদের ঝিম।

কাননে উড়েনা অলি-
নাহি ফুটে ফুল কলি,
রিক্ত শুষিয়া আনে-
তিক্ততা মৌ।

বদরে কালিকা উঠে-
কে যেন টুটিলো ছুটে,
দ্রষ্টা পৃথিবী হৃদয়-
খোশে নাহি কেউ।

যে জনা ক্ষুধার্ত হে নর-
তাঁরে অন্ন করো দান,
দানের কৃপাতে রহে-
অতি প্রতিদান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast