www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় ডাকবিনা কেউ আর

আমায় ডাকবিনা কেউ আর
আব্দুল কাদির মিয়া
===================
আমায় ডাকবিনা কেউ আর
আমি শুয়েছি ঝরা পাতার তলে,
কুঞ্জ দিঘির পাড়।

আমার ঘরে জ্বালবে বাতি-
জোনাকিরা জ্বলে,
আমি করবো গোসল মুষলধরা-
মেঘের গড়ায় গড়ে।

আমায় ডাকবিনা কেউ আর-
হে পরমা কিছুই শুধাবার,
আমি ঘুমিয়ে পড়া শবের সাথে-
করছি হাট বাজার।

এই সে নীরব প্রান্তপুরে-
স্বপন মাঝির খেয়া,
আমায় পার করে দেয়-
রুপার পানি,
নদীর তীরে কেয়া।

ফুটন্ত সেই অনেক ফুলের-
নাম হারা সব দলে,
দুলছে সবি শীতল মৃদু-
হাওয়ায় হেসে খেলে।

ধুম্র উড়ায় শুভ্রশ্বেত-
বাতাস রথে চরে,
সেথা আসবে আমার-
আপন যারা,
এই সে অন্তপুরে।

এইতো আমার মায়ের কথা-
এইতো বাবার গলা,
এইতো কানে আসছে ভেসে-
ঘ্রাণে আতর মলা।

আমার দুঃখ শোকেরই-
কষ্ট ধরা,
ক্লান্ত তৃষা বুকে,
ওরা নহর জলে করবে শীতল,
সেতো ঢালবে আমার মুখে।

মলিন শ্রান্ত মুখটি আমার-
মায়ের আঁচল দিয়ে,
মুছবেতো মা ললাট জুড়ে,
স্নেহের চুমু খেয়ে।

আমায় ডাকবিনা কেউ আর-
আমি শুয়েছি ঝরা পাতার তলে,
কুঞ্জ দিঘির পাড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast