www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এইকি মানুষ

এইকি মানুষ?
আব্দুল কাদির মিয়া
==============
অথৈ রুজি ভোজন আমিষ
মেলা ভরবো ধনাগার,
এইকি মানুষ?
বলনা ভুবন-
আরকি আছে তাঁর,
বলবি কি তুই মানুষ নামের-
ঐ সে পরিচয়,
জীবন নিজের পরের তরে-
বিলিয়ে দিতে হয়?

তবে আয়না দেখি বিশ্ব ঘুরে-
মানুষ নামের ভিড়ে,
পাই কিনা তাঁর খোঁজ পরিচয়-
ধরবো হাঁটু গেড়ে।

বলবো আমি চরণ ধূলি-
দাও হে মনস্বী জন,
আমিও মানুষ হৃদয় গড়া-
শুধুই আপন মন।

নিজেরই তরে কাটলো ঘিরে-
ইচ্ছে নদীর পাড়ি,
দিতেই দেখি রত্ন পাখার-
ইচ্ছে সাগর তীরে।

আজ ক্লান্ত আমি-
আর পারিনা,
আমার সোনার মোহর পুরো,
সেই ওদের মতোই-
ঝলক ছটা,
আমি কুব্জ ধরা বুড়ো।

এইতো স্বপন একবেলাতে-
দেখি ঐ মানুষের হাত,
শূন্য খালি নিজের পরেই-
করছে করাঘাত।

বলছে আমায় চরণ ধূলি-
নেইতো পায়ের তলে,
আমিই কার মাটিতে দাঁড়িয়ে আছি-
কোন সে সত্ত্বা বলে।

ওহে যাও ফিরে যাও-
নিজের মনেই দেখবে তাঁরে খোঁজে-
তোমার ইচ্ছেগুলো হয়তো এবার-
মানুষ লইবে চিনে বুঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast