www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাথী রে

সাথী রে
আব্দুল কাদির মিয়া
==============
এতো তারা মুখ জ্বলে
মায়াভরা চাঁদ ঘিরে,
নির্জনে রুপালী সেই সুন্দর।

তাঁর চেয়েও সুন্দরে-
নিয়তির পৃতি জুড়ে,
সেই তুমি ভরে আছো অন্তর।

সাথীরে জীবনের শেষ বেলা-
পিছু ফেলা জনমেও,
নেই কোনো সময়ের ভ্রান্তে,
ছিলেনা যে তুমি মোরে-
পিছু ফেলে গেছো দূরে,
আছো সেই স্মৃতি ঝড়া প্রান্তে।

কত ফুল ঝরে পড়ে-
নিশি মরে আসে ফিরে,
মরে নদী আসে ফিরে জোয়ারে।

কান্নার ফোঁটা জলে-
হৃদয় সে কথা বলে,
ব্যাথাগুলো সরে কিছু অদূরে।

তুমি বুকে শোক ঝরে-
ফুটে ফুল আছো ধরে,
নেই ব্যাথা অবসানে আজও মোর।

সাথীরে তুমি সেই নিশি পাড়ে
মিশে গেলে ফেলে যারে,
আজও জেগে সেই চোখে-
আসে ভোর।

মিথ্যে সেই আশাহত-
নিশুতির কান্না,
শেষ নাহি হবে আর-
কোনোদিন।

তবু আমি আছি বসে-
ছিলো কথা রবো পাশে,
চলে গেলে ফুরাবে কি-
এত ঋণ।
সাথীরে ও সাথীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast