www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উত্তাল পাড়ি নবীন হালে

উত্তাল পাড়ি নবীন হালে
আব্দুল কাদির মিয়া
==============
পুরোনো পৃথিবী ঘুরে
নতুনের হাট বাজারে-
খুঁজে তাঁর পুরোনো সেই-
গোলাপের লাল।

দেখে সাদা কালো ধরা-
কত রংবেরঙে ভরা,
একই গাছে কতরুপ-
বদলেতে কাল।

পারেনা পুরোনো তুলি-
আঁকিতে বাহারি খুলি,
অজানা অচেনা দেখা-
নতুনের মতো।


যতই ফুরাবে ধরা-
নতুন নতুনে ভরা,
হাঁটা পথে যাবে নবীন-
ঝড় বেগে তত।

নেই আজি সেই তিন,
পুরোনো কুঁকড়ানো ক্ষীণ,
যেন ধুমি দেখেই লয় মেনে-
সেতো ভাগ্যের গনা।

না,না আকাশ পাতাল তেড়ে-
আজি নতুনের কলমেরে,
মেঘে ঢাকা দেখে চাঁদ-
ডুবো ধূলিকণা।

বঙ্গ মোদের একটি বৃক্ষ-
তাঁরই সীমাতল,
মোরা সব পাহারায়-
সন্তানেরা ঢালবে জ্ঞানের জল।

নতুন পথে হাঁটবে ওরা-
জ্ঞানের সিঁড়ি বেয়ে,
ওদের নবীন শ্রমে-
ফলবে ফলন,
গণিত ছোঁয়া পেয়ে।

এই পৃথিবীর বৃদ্ধ ক্ষণেও-
মোদের জীবন কূলে,
উঠবে ভরে সোনার সোহাগ-
নতুন শক্তি বলে।

আমরা প্রবীণ নবীন পিছু-
থাকবো চিরকাল,
ওরাই মোদের ভাগ্য সোনা-
ওরাই মোদের বল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast